দেশ

সোনিয়া গান্ধি ফের কংগ্রেসের সংসদীয় দলনেত্রী

আরও এক বার কংগ্রেসের সংসদীয় দলনেতা হলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধি।  লোকসভা ভোটের ফল ঘোষণার পর আজ দিল্লিতে কংগ্রেসের সংসদীয় দলের (CPP) বৈঠক হয় । সেই বৈঠকে সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ছাড়াও কংগ্রেসের নব নির্বাচিত সাংসদরা উপস্থিত ছিলেন । বৈঠকে সোনিয়া গান্ধিকে ফের কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী হিসেবে নির্বাচিত করা হয় । আজ সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেসের ৫২ জন সাংসদ নিয়ে বৈঠক শুরু হয়। জল্পনা ছিল, রাহুল গান্ধী যদি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার মনস্থির করে ফেলেন, তা হলে তাঁকে দলের সংসদীয় দলনেতা পদের জন্য প্রস্তাব দেওয়া হবে। তবে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সনিয়াকেই ওই পদের জন্য প্রস্তাব রাখেন। কয়েক মিনিটের মধ্যেই সর্বসম্মতিতে মনমোহন সিংয়ের প্রস্তাবকেই মান্যতা দেওয়া হয়।