হিন্দিকে জাতীয় ভাষা করার দাবি তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ হিন্দি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এক দেশ, এক ভাষা চালু করা অত্যন্ত জরুরি । বিশ্বের দরবারে একটি ভাষার মাধ্যমে নিজেদের পরিচিতি দৃঢ় করা প্রয়োজন । ভাষা হিসেবে একমাত্র হিন্দি পারে ভারতকে এক সূত্রে গাঁথতে ।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের দাবির স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, “হিন্দি দিবসে আত্মসমীক্ষা করা উচিত । বিশ্বে অনেক দেশেই বহু ভাষা লুপ্ত হয়ে গেছে । যে দেশ নিজেদের ভাষা হারিয়ে ফেলে, সেই দেশ নিজেও হারিয়ে যায় । কারণ ভাষা ছাড়া সেই দেশ নিজেদের সংস্কৃতিকে সংরক্ষণ করতে পারে না ।” এর আগে আজ সকালে এক দেশ, এক ভাষা-র পক্ষে অমিত শাহ টুইট করে লেখেন, “ভারত একাধিক ভাষার দেশ ৷ প্রতিটি ভাষারই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্ব রয়েছে ৷ কিন্তু দেশে একটি সাধারণ ভাষা থাকা উচিত ৷ বিশ্বের দরবারে দেশের পরিচিতির জন্য এটা জরুরি ৷ আজ যদি একটি ভাষা দেশকে একসূত্রে গাঁথতে পারে, তা হল হিন্দি ভাষা ৷”
भारत विभिन्न भाषाओं का देश है और हर भाषा का अपना महत्व है परन्तु पूरे देश की एक भाषा होना अत्यंत आवश्यक है जो विश्व में भारत की पहचान बने। आज देश को एकता की डोर में बाँधने का काम अगर कोई एक भाषा कर सकती है तो वो सर्वाधिक बोले जाने वाली हिंदी भाषा ही है। pic.twitter.com/hrk1ktpDCn
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) September 14, 2019