দেশ

হোটেলে এক মাস ধরে আটকে মহিলাকে গণধর্ষণ, তদন্তের শুরুতেই অভিযুক্ত বিজেপি বিধায়ককে ক্লিনচিট যোগীর পুলিশের

উত্তরপ্রদেশঃ একমাস ধরে বিধবা মহিলাকে হোটেলে আটকে রেখে গণধর্ষণ। যোগীর রাজ্যের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছিল। শুধু বিজেপি বিধায়কই নন, অভিযোগ উঠেছিল তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে যোগী সরকার এবং উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন। সেই ঘটনার তদন্তে নেমেই অভিযুক্ত বিজেপি বিধায়ককে ক্লিনচিট দিয়ে দিল উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশের ভাদোহি নগর পালিকা শহরের ৪০ বছরের বিধবা মহিলার অভিযোগ করেছিলেন গণধর্ষণের। অভিযুক্তদের মধ্যে ছিলেন স্থানীয় বিজেপি সাংসদ রবীন্দ্রনাথ ত্রিপাঠী ও তাঁর ভাগ্নে সন্দীপ তিওয়ারিও। জেলা পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছিল। কিন্তু সাংসদের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। বাকি পাঁচজন অভিযুক্তের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কেবলমাত্র রবীন্দ্রনাথ ত্রিপাঠীর ভাগ্নেকে গ্রেপ্তার করা হয়েছে।