জেলা

১০৭ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার

বারাসত: আর মাত্র কয়েক দিন তার পরই পালিত হবে আলোর উৎসব দীপাবলী। তবে এই দীপাবলীকে সম্পূর্ণ ভাবে আলোর উৎসব এ পরিণত করবার জন্য এবং নাগরিকদের শব্দ দানবের থেকে মুক্তি দেবার জন্য উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ জোর কদমে শুরু করেছে নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধারের কাজ।আসন্ন দীপাবলীর আগে ফের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার পুলিশ অশোকনগর এর বিভিন্ন প্রান্ত থেকে হানা দিয়ে ১ কুইন্টাল ৭ কেজি নিষিদ্ধ শব্দ  বাজি উদ্ধার করল। বৃহস্পতিবার অশোকনগর পৌরসভার ভ্যাটে নিয়ে গিয়ে সেই বাজি দমকল বাহিনীর সাহায্যে জল ঢেলে নিষ্ক্রিয় করল অশোকনগর থানার পুলিশ।অশোকনগরের কচুয়া মোড়, দিগ্রা মালিক বেরিয়া, গুমা সহ অশোকনগর এর বিভিন্ন প্রান্ত থেকে ওই নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ।  দীপাবলি হোক আলোর উৎসব, শব্দ দানবের থেকে মুক্তি পেতেই দীপাবলির আগে উত্তর ২৪ পরগনা জেলায় চলছে নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে পুলিশি অভিযান আর এই অভিযান চলবে বলেই জানিয়েছেন জেলা প্রশাসন।