দেশ

১০ ফুট জলের তলায় কোলাপুর, বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লক্ষেরও বেশি

মহারাষ্ট্রঃ ভাসছে মহারাষ্ট্রে। গোটা কোলাপুর শহরটাই চলে গিয়েছে ১০ ফুট জলের নীচে। মহারাষ্ট্রের পাঁচ জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কোলাপুরের। সাঙ্গলিও ক্রমশ জলের তলায় চলে যাচ্ছে। ২ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।উদ্ধারকাজে সেনা, নৌসেনা এবং বায়ুসেনা নামানো হয়েছে। সেনাবহিনীর সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলও। গত কয়েকদিনে মহারাষ্ট্র ২৮ জনের মৃত্যু হয়েছে। কৃষ্ণা, পঞ্চগঙ্গা সহ মহারাষ্ট্রের একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। নাগারে বৃষ্টিতে মুম্বই-বেঙ্গালুরু যোগাযোগকারী ২৪ নম্বর জাতীয় সড়ক জলের তলায় চলে গিয়েছে। যার জেরে এই বড় দুই মেট্রো শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।