দেশ

১৬৯ বিধায়কের সমর্থনে আস্থাভোটে পাশ উদ্ধব ঠাকরে, ওয়াকআউট বিজেপি বিধায়কদের

মহারাষ্ট্র বিধানসভার এদিন শক্তি পরীক্ষায় নামবেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। মহাজোটের নেতা হিসাবে তিনি নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেবেন। শিবসেনা, এনসিপি ও কংগ্রেস মিলে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে। এবং তাদের হাতে ১৬২ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে তারা দাবি করেছেন। সেই দাবি এদিন বিধানসভার ভিতরে দাঁড়িয়ে প্রমাণ করবেন উদ্ধব ঠাকরে। যদিও শুরুতে তুমুল হই হট্টগোলে তোলপাড় মহারাষ্ট্র বিধানসভা। ভোটাভুটির আগেই সভা ছেড়ে বেরিয়ে গেলেন দেবেন্দ্র ফডণবীসের নেতৃত্বে বিজেপি বিধায়করা।  ফাঁকা বিধানসভাতেই উদ্ধব ঠাকরের পক্ষে ভোট দিয়ে দিলেন শিবসেনা-এনসিপি-কংগ্রেস বিধায়করা। আস্থাভোটে জয়ী হল শিবসেনা-কংগ্রেস-এনসিপি- জোট মহারাষ্ট্র বিকাশ আগাড়ি।