জেলা

২০২১ সালেই বুঝিয়ে দেবো তৃণমূল কতবড় হার্মাদ!

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ ২০২১ সালেই বুঝিয়ে দেবো তৃণমূল কতবড় হার্মাদ?শনিবার বর্ধমান শহরের গুড়সেড রোডে কালো টাকা ইস্যুতে বিজেপির বিরুদ্ধে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা ঘোষণা করলেন তৃণমূল নেতৃত্ব। বিজেপি কতবড় হার্মাদদের দল? সেটা আমরা বুঝিয়ে দেবো। “ব্লাক মানি ফিরিয়ে দাও” ইস্যু সংক্রান্ত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বর্ধমান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল খোকন দাস রীতিমত হুঁশিয়ারী দিয়ে বলেন, সিপিআইএমের কোনো অস্তিত্ব নেই, তাই সিপিআইএম থেকে বিজেপিতে গিয়ে হার্মাদগিরি করছেন নেতারা। কিন্তু তাঁরা মনে রাখবেন ২০২১ সালেই বুঝিয়ে দেওয়া হবে তৃণমূল কতবড় হার্মাদর। এদিন প্রায় ২০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। খোকন দাস জানিয়েছেন, ওঁরা ভুল বুঝে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল। কিন্তু বিজেপিতে গিয়ে দেখেছে সেখানে নেতা বলে কিছু নেই। ওরা কেবল দাঙ্গা লাগানোর দল। তাই তারা ফিরে এসেছেন। এদিন রীতিমত বিজেপি নেতাদের হুঁশিয়ারী দিয়ে তিনি জানিয়েছেন, তৃণমূল নেতারা সংযত আচরণ করছে। কিন্তু তারা যদি এটাকে দুর্বলতা ভেবে থাকে তাহলে ভুল ভাবছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি ইফতিকার আহমেদ বলেন, তৃণমূলের ওপরতলার নেতারা চুপ করে থাকতে বলেছেন তাই তাঁরা চুপ করে আছেন। নাহলে বর্ধমান শহরে বিজেপি বলে কিছু থাকত না। বিজেপির জেলা অফিসকে ছুঁড়ে ফেলতে বেশীক্ষণ সময় লাগবে না। রীতিমত বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, সাহস থাকলে রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় বিজেপি তাদের পছন্দমত জায়গা বেছে আমাদের ডাকুন। হোক লড়াই। দেখুন কে জেতে কে হারে।