কলকাতা

আগামী ২০ এপ্রিল থেকে রাজ্য সরকারি দপ্তর গুলিতে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে: মুখ্যসচিব

আংশিকভাবে খুলছে রাজ্য সরকারি অফিস

কলকাতাঃ আগামী ২০ এপ্রিল ২০২০ থেকে সরকারি দফতরে কাজ শুরু করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ। বৃহস্পতিবার এই মর্মে জারি করা নির্দেশিকায় মুখ্যসচিব ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি দফতরে কাজ শুরু করতে বলেছেন। লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশ অনুযায়ী, ট্রেজারি, জেলা প্রশাসনের দফতর, পুলিশ, দমকল, কারা দফতরের মতো অত্যাবশ্যকীয় এবং আপত্‍কালীন কাজের সঙ্গে যুক্ত দফতরগুলি খোলা ছিল। বন্ধ ছিল বাকি সমস্ত সরকারি দফতর। এর ফলে আটকে রয়েছে বহু গুরুত্বপূর্ণ কাজ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটকল, ছোট নির্মাণ কাজ, ক্ষুদ্র শিল্প সংস্থা থেকে শুরু করে ইটভাটায় কাজ শুরু করার ব্যাপারে সবুজ সঙ্কেত দেন। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ডেপুটি সেক্রেটারি এবং তার উঁচু পদমর্যাদার সরকারি আধিকারিকরা ২০ এপ্রিল থেকে কাজে যোগ দেবেন। এক দিন অন্তর একদিন তাঁরা অফিস করবেন।