কলকাতা

২১ জুলাই-এর প্রস্তুতিপর্বের পরিদর্শনে আসলেন মুখ্যমন্ত্রী

কলকাতাঃ আজ বিকেল ৫.‌৩০ মিনিট নাগাদ ধর্মতলায় ২১ জুলাই-এর প্রস্তুতিপর্বের পরিদর্শনে আসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ২১ জুলাই রবিবার পড়েছে বলে ভিড় বেশি হলেও শহরবাসীর কোনও সমস্যা হবে না। আশাপ্রকাশ করেছেন মমতা। ঘুরে ঘুরে ব্যবস্থাপনা পরিদর্শন করেন। দূরদূরান্ত থেকে আসা দলীয় কর্মী, সমর্থকদের কোনও সমস্যা হচ্ছে কিনা তার খোঁজ নেন। মঞ্চে বসেই সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, তাপস রায়, মালা রায়ের মতো তৃণমূল নেতানেত্রীদের সঙ্গে আলোচনা করেন। এদিন উত্তরপ্রদেশের সোনভদ্রের ঘটনার নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সাম্প্রদায়িক হিংসা বিজেপিই করে। আমরা করি না। প্রিয়াঙ্কা দুই-তিনজন লোক নিয়ে ঢুকতে চেয়েছিল। যেটা আইনত করা যায়। আমরাও ভাটপাড়ায় ঢুকতে দিয়েছি। অথচ ওরা কোথাও ১৪৪ ধারা জারি থাকলে ৫০টা গাড়ি নিয়ে ঢোকে। ‌উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা অত্যন্ত খারাপ। ওখানে এনকাউন্টারে বহু লোক মারা গিয়েছে বলে শুনেছি।’‌ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, দেশে গণতন্ত্র ফেরাতে হলে ব্যালট পেপারে ভোটদান ফের শুরু করতে হবে।