দেশ

২ দিনের সফরে উপত্যকায় ১৫ দেশের রাষ্ট্রদূত

গত অগাস্টে বিশেষ মর্যাদা বাতিলের পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি যাচাই করতে বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার সহ ১৫টি দেশের রাষ্ট্রদূত এবং প্রবীণ কূটনীতিকরা শ্রীনগরে এসেছিলেন। তাঁদের সরকারের পক্ষ থেকে শ্রীনগরের আশেপাশে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, নয়া কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী জম্মুতে রাত্রিবাস করবেন রাষ্ট্রদূতরা। পরবর্তীতে তাঁরা লেফটেন্যান্ট গভর্নর জি সি মুর্মুর পাশাপাশি নাগরিক সমাজের সদস্যদের সঙ্গেও দেখা করবেন বলে সূত্রের খবর। তবে এই প্রতিনিধি দলে নেই কোনও ইউরোপিয়ন ইউনিয়নের দেশের প্রতিনিধি।