৩০ এপ্রিল থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে বদ্রীনাথের বিখ্যাত বিষ্ণু মন্দির। বুধবার বদ্রী-কেদার মন্দির কমিটির প্রেসিডেন্ট মোহনপ্রসাদ থাপলিয়ল জানিয়েছেন, ৩০ এপ্রিল ভোর চারটের সময় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বদ্রীনাথ মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে। শীতে বরফ পড়ার জন্য প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে উত্তরাখণ্ডের অন্যান্য তীর্থস্থানের মতোই বন্ধ করে দেওয়া হয় বদ্রীনাথ মন্দির।