দেশ

৩১১ ভারতীয়কে ফেরত পাঠাল মেক্সিকো

মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ প্রথম দফায় নারী-শিশু সহ মোট ৩১১ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। তাদের কাছে দেশটিতে বসবাসের কোনো বৈধ অনুমতি ছিল না। মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই তারা দেশটিতে গিয়েছিল। সূত্রের খবর, মূলত ট্রাম্প প্রশাসনের চাপে পড়েই মেক্সিকো এমন পদক্ষেপ নিচ্ছে। আরো অনেক ভারতীয় দেশটিতে অবৈধভাবে অবস্থান করছে, যাদের পর্যায়ক্রমে ভারতে ফেরত পাঠানো হবে। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৪৭ বিমানের একটি ফ্লাইটে করে তাঁদের দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে।