কলকাতা

৫০০ ও ২০০০ টাকার বৃষ্টি কলকাতায়

কলকাতার আকাশে টাকা উড়ল আর রাস্তার পথচলতি লোক প্রথমে চমকে গেলেও পরে হুড়োহুড়ি করে সেই টাকা কুড়়িয়ে নিল ৷ কলকাতায় টাকার বৃষ্টির পিছনের আসল ঘটনাটি রীতিমতো গুরুতর ৷ বেন্টিঙ্ক স্ট্রিটে বহুতলে হয়েছিল আয়কর হানা ৷ সেই আইটি রেড থেকে বাঁচতে বহুতলের জানলা গলিয়ে ফেলে দেওয়া হয় মুঠো মুঠো টাকা ৷  এরই জেরে কলকাতায় উড়ছে টাকা ৷ বহুতলে আয়কর দফতরের হানার  সময় ফেলা হয় টাকা ৷ ফেলা হয় ৫০০ ও ২০০০ টাকার বান্ডিল ৷ টাকা তুলতে রাস্তায় হুড়োহুড়ি শুরু হয়ে যায় ৷ স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দশ মিনিট ধরে পাঁচশো ও ২ হাজার টাকার নোটও পড়তে থাকে। কয়েক লক্ষ টাকা উপর থেকে নীচে ফেলা হয়েছে বলে দাবি স্থানীয়দের। এমনিতে অভিযোগ হল, এই এলাকায় চার্টার্ড ফার্মের আড়ালে ভুয়ো ব্যবসা চলে বহু জায়গায়।