দেশ

Delhi Kalkaji Temple Accident : অনুষ্ঠানের মঞ্চ ভেঙে দিল্লির মন্দিরে বড়সড় দুর্ঘটনা, মৃত ১, আহত ১৭

শনিবার গভীর রাতের দিল্লির কালকাজি মন্দিরে বড়সড় দুর্ঘটনা। রাত জেগে দেবীর নামে সংকীর্তন চলছিল। সেই সময় আচমকা দুর্ঘটনা। ভেঙে পড় অনুষ্ঠানের মঞ্চ। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হন অনন্ত ১৭ জন। অনেক নামকরা মন্দিরেই এই সময় ‘মাতা জাগরণ’-এর অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তরা সারা রাত ধরে ঈশ্বরের নাম ভজনা করেন। ভক্তিমূলক গান গাওয়া হয় ঈশ্বরকে উদ্দেশ্য় করে। ঈশ্বরের নামে ভক্তরা দু’বাহু তুলে নাচতে থাকেন। শুক্রবার তেমনই এক অনুষ্ঠান চলছিল দিল্লির বিখ্যাত কালকাজি মন্দিরের মোহন্ত পরিসরে। সূত্রের খবর, এই অনুষ্ঠানের জন্য অনুমতি নেওয়া হয়নি পুলিশের থেকে। অনুমতি ছাড়াই চলছিল অনুষ্ঠান। একসময় মঞ্চে অনেকে একসঙ্গে উঠে পড়েন। তাতেই বড়সড় দুর্ঘটনা ঘটে। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে তার সামনেই অনুষ্ঠান করেছেন জনপ্রিয় গায়ক বি প্রাক। অনুষ্ঠান মঞ্চটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন অন্তত কমপক্ষে ১৭ জন। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। তবে কী ভাবে অনুমতি ছাড়া এত বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, পুলিশ ওই সময় উপস্থিত থাকলেও নির্বাক দর্শকের ভূমিকা পালন করে।অতিরিক্ত ভিড়ের কারণে ভেঙে পড়ে অনুষ্ঠানের মঞ্চ। হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্য়ে। পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কালকাজি মন্দিরের মোহন্ত পরিষদে মাতা জাগরণের আয়োজন করা হয়েছিল। গত ২৬ বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।