লাদাখের মাউন্ট কুনে ভয়াবহ তুষারধসের। সেনা প্রশিক্ষণ স্কুলেএই তুষারধস নামে বলে খবর। ৪০ জন জওয়ান তুষারধসের কবলে পড়েন। জানা গিয়েছে, তুষার চাপা পড়ে এক সেনা- জওয়ানের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ৩ জন। তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।লাদাখের মাউন্ট কুনের কাছে আছে ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র, হাই আলটিটিউট ওয়ারফেয়ার স্কুল । আর্মি অ্যাডভেঞ্চার উইং সেখানেই রয়েছে।এই বিষয়ে এক সেনা আধিকারিক জানান, দুর্ভাগ্যবশত প্রশিক্ষণ চলাকালীন তুষারধস নামে। ৪ জওয়ান ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে গিয়েছেন। ধ্বংসাবশেষ সরিয়ে একজনের দেহ উদ্ধার হয়। বাকিদের যদিও এখনো খোঁজ পাওয়া যায়নি। সেনাবাহিনী তাদের তল্লাশি চালাচ্ছে। খারাপ আবহাওয়া ও অতিরিক্ত তুষার-স্তূপের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।