হক জাফর ইমাম, মালদা: পাথর বোঝাই ডাম্পার ও ফ্লাই অ্যাশ বোঝাই ডাম্পারের সংঘর্ষে মারা গেলেন ফ্লাই অ্যাশ বোঝাই ডাম্পারের চালক। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডাম্পারের খালাসি। তাঁকে উদ্ধার করে পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। অন্যদিকে ঘটনার পর সুযোগ বুঝে চম্পট দিয়েছে পাথরবোঝাই ডাম্পারের চালক ও খালাসি। বুধবার সকালে মালদার গাজোলের আলমপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মালদার দিক থেকে গাজোলের দিকে যাচ্ছিল ফ্লাই অ্যাশ বোঝাই ও পাথর বোঝাই দুটি ডাম্পার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুটি গাড়ির রেষারেষি জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে যায় ছাই বোঝাই গাড়ির সামনের অংশ। গাড়িতে আটকে পড়েন চালক ও খালাসি।স্থানীয় বাসিন্দারা তাঁদেরকে উদ্ধারের চেষ্টা করে। ঘটনার খবর দেওয়া হয় গাজোল থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ। নিয়ে আসা হয় দুটি রিকভারি ভ্যান। গুরুতর জখম অবস্থায় খালাসিকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মৃত চালকের নাম পরিচয় এখনও জানা যায়নি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে পাথর বোঝাই ডাম্পারের চালক ও খালাসি দুর্ঘটনার পড়েই পআলিয়ে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করা হয়েছে। পাথরবোঝাই গাড়ির চালক এবং খালাসির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।