দেশ

ওমিক্রন উদ্বেগ! কর্নাটকে নিখোঁজ ১০ দক্ষিণ আফ্রিকার নাগরিক

এবার কর্নাটকে পা রাখা দক্ষিণ আফ্রিকার ১০ নাগরিক নিখোঁজ হয়ে গিয়েছেন বলে খবর। তাঁদের কোনও হদিশই মিলছে না বলে জানিয়েছে বেঙ্গালুরু পৌরনিগম। ওই ১০ জনের কারও করোনা পরীক্ষা হয়নি । যে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের উৎপত্তি, সেখান থেকে আসা যাত্রীদের উপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে । তাতে এখনও পর্যন্ত দু’জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে , যাঁদের মধ্যে এক জন বিদেশি নাগরিক ৷ নজরদারি এড়িয়ে দুবাইও চলে গিয়েছেন তিনি ৷ তা নিয়ে আতঙ্কের মধ্যেই এবার আরও ১০ জন বিদেশি কার্যত নিখোঁজ বলে জানা গেল ৷   শুক্রবার বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর ৷ তিনি বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি 57 জন রাজ্যে পা রাখেন ৷ তাঁদের মধ্যে ১০ জনের হদিশ পাচ্ছেন পৌর এবং স্বাস্থ্যকর্মীরা ৷ আফ্রিকার বিভিন্ন দেশে যাওয়ার প্রমাণ রয়েছে সকলের ৷ এঁরা দক্ষিণ আফ্রিকার নাগরিক ৷ ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে বেঙ্গালুরুতে পা রাখেন ৷ সকলের ফোন বন্ধ ৷ তাঁদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে ৷’’ খুব শীঘ্রই সকলকে খুঁজে বার করবেন বলে আশ্বাস দেন সুধাকর ৷ তাঁর কথায়, ‘‘করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের সময়ও এমন ঘটনা ঘটেছিল ৷ তাই এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা রয়েছে আমাদের ৷ শীঘ্রই সকলের নাগাল মিলবে বলে আশাবাদী আমরা ৷ তাঁদের খুঁজে বার করতে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে স্বাস্থ্য দফতর ৷ কিন্তু কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন, তাঁদের কোভিড বিধি লঙ্ঘন করা একেবারেই উচিত নয় ৷’’ বৃহস্পতিবার দেশের মধ্যে কর্নাটকেই প্রথম ওমিক্রন সংক্রমণের হদিশ মেলে ৷ তার জেরে নতুন সংশোধনী ভ্রমণ নির্দেশিকা জারি করেছে রাজ্যের সরকার ৷ কেন্দ্রের তরফেও ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বৎসোয়ানা, হংকং, চিন, মরিসাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর এবং ইজরায়েল-সহ ১৬টি ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকা তৈরি করা হয়েছে ৷ তাদের সঙ্গে উড়ান সংযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে আপাতত ৷ এ ছাড়াও, অন্যান্য দেশ থেকে আগতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ৷ রিপোর্ট নেগেটিভ এলে তবেই বিমানবন্দর থেকে বেরনোর অনুমতি পাবেন তাঁরা ৷

প্রতীকী ছবি।