প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্টারে পোস্টারে ছয়লাপ রাজধানী শহরে। দিল্লির বিভিন্ন অংশে মোদি বিরোধী এমন পোস্টার লাগানোর ঘটনায় দিল্লি পুলিশের তরফে ১০০টি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ৩৬ জনকে। রাজধানীর বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয়েছে। এই ঘটনা নজরে আসার পরে দিল্লি পুলিশ অভিযানে নেমে প্রায় ২ হাজারের বেশি পোস্টার সরিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট পোস্টারগুলিতে স্লোগান রাখা হয়েছে ‘মোদি হটাও, দেশ বাঁচাও।’ দিল্লি পুলিশের তরফে জানানো হয়, মঙ্গলবার পুলিশ পোস্টার ভর্তি একটি ভ্যানকে আটক করে। তদন্তে দেখা যায় যে এই পোস্টারগুলি আম আদমি পার্টি অফিস থেকে আনা হয়েছে। গাড়িতে বসা একজনকে আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তি স্বীকার করেছেন গাড়ির মালিক তাকে আম আদমি পার্টি অফিসে পোস্টারগুলি পৌঁছে দিতে বলেছিলেন। এই ঘটনায় দিল্লি পুলিশের তরফে ১০০টি এফআইআর করা হয়েছে। এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাগুলির বেশিরভাগই প্রিভেনশন অব ডিফেসমেন্ট অব প্রপার্টি অ্যাক্টের অধীনে করা হয়েছে। পাশাপাশি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব বুক অ্যাক্টের অধীনেও মামলা করেছে পুলিশ। অন্যদিকে পোস্টার সাঁটানোর ফলে এফআইআর ও গ্রেফতারি নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে আম আদমি পার্টি।