কলকাতা

রাজ্যে তৈরি হবে ১০০০ মেগা ওয়াট বিদ্যুৎ

আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে ডিভিসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের মধ্যে নতুন একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। পাঞ্চেতে প্রস্তাবিত এই পাম্প স্টোরেজ প্রকল্প থেকে ১০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। চুক্তি অনুযায়ী উৎপাদিত বিদ্যুতের অর্ধেক পাবে ডিভিসি এবং বাকিটা রাজ্য বিদ্যুৎ পর্ষদের নিয়ন্ত্রণে থাকবে দুই পক্ষের মধ্যে যার সমান ভাগ থাকবে। ইতিমধ্যেই পাঞ্চেতে ডিভিসির ৪০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি জলবিদ্যুৎ উৎপাদনের ইউনিট রয়েছে। হাজার মেগা ওয়াটের এই উৎপাদন কেন্দ্র তৈরি হলে গ্রীষ্মকালে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা পূরণ যেমন করা যাবে তেমনি জলের অপচয়ও রোধ করা যাবে বলে বিদ্যুৎ কর্তাদের দাবি।