মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ফের মৃত্যু হল চিতার। ২০২৩ সালের মার্চ থেকে ধরলে এই নিয়ে ১০টি চিতা মারা গেল। তাদের মধ্যে ৭টি পূর্ণবয়স্ক ও ৩টি শাবক। নিহত চিতাটির নাম শৌর্য। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল নামিবিয়া। চিতার পুনর্বাসন প্রকল্পের কর্তাদের তরফে একটি বিবৃতিতে শৌর্যের মৃত্যুর কথা জানানো হয়েছে। তবে কী কারণে চিতাটি মারা গেল সেকথা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পরই তা জানা সম্ভব হবে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পশুটিকে ঝিমিয়ে পড়তে দেখা যায়। বোঝা যাচ্ছিল সে দুর্বল হয়ে গিয়েছে। খানিকক্ষণ পর সে কিছুটা নড়াতড়া করলেও অচিরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শৌর্য। এর আগে গত বছর পাঁচ মাসে ৯টি চিতার মৃত্যু হয়েছিল। কিন্তু গত আগস্টে ধাত্রী নামের এক স্ত্রী চিতার মৃত্যুর পর গত কয়েক মাসে কোনও দুঃসংবাদ পাওয়া যায়নি। কিন্তু নতুন বছর পড়তেই ফের মৃত্যু সংবাদে উদ্বেগ বাড়ছে।