দেশ

করোনার মাঝেই নিপা ভাইরাসের মৃত্যু ১২ বছরের কিশোরের

করোনা ভাইরাসের চোখ রাঙানি তো রয়েছে, তার সঙ্গে কোভিডের তৃতীয় ওয়েভের আশঙ্কাও মারাত্মক এ রাজ্যে, তারই মাঝে ফিরল নিপা ভাইরাসের আতঙ্ক। রবিবার কেরলের কোঝিকোড়ে জেলায় এই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ১২ বছরের কিশোরের। তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। শনিবারই সেই কিশোরে অবস্থার অবনতি হয়, যার ফলে রবিবার ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় ওই কিশোরের। জানা গিয়েছে, গত ৩ সেপ্টেম্বর এই কিশোরের অবস্থা প্রথম রিপোর্ট করা হয় নিপা ভাইরাস কেস হিসাবে। তার শরীরে এনসেফালাইটিস ও মাইওকার্ডিটিস উপসর্গ দেখা দেয়। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজি নিশ্চিত করে যে কেরল থেকে পাওয়া ওই নমুনা নিপা ভাইরাসের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাদুড় থেকে মানুষের শরীরে ছড়ায় এই ভাইরাস। এর পর এক জনের থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। যেভাবে করোনা সংক্রমিত হয়। জ্বর, মাথাব্যথা, গা বমি ভাব, কিংবা মৃগির উপসর্গ এই ভাইরাসের মূল লক্ষণ। উপসর্গগুলি ১০ থেকে ১২ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।শেষ পর্যায়ে ‘ব্রেন ফিভার’ থেকে নিপা আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে।