বিদেশ

চিলিতে ভয়াবহ দাবানলে মৃত ১৩

ভয়াবহ দাবানলের জেরে চিলির বিওবিও প্রদেশে চলছে ধ্বংসলীলা। এখনও অবধি এই দাবানলের কারণে ভস্মীভূত হয়েছে ৩৫ হাজার একরেরও বেশি জমির বন ও শষ্যক্ষেত। বিওবিও-র সান্টা জুয়ানা শহরে ১৩ জনের মৃত্যুও হয়েছে বলে খবর। যাদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। গ্রীষ্মকালের তীব্র দাবদাহের কারণেই এই দাবানল ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান।