যৌন হেনস্থার অভিযোগে ১৪ দিনের জেল হেফাজত হল বিশ্বভারতীর বিনয় ভবনের শিক্ষা বিভাগের অধ্যাপক রাজর্ষি রায়ের। শনিবার শান্তিনিকেতন থানার পুলিশ গ্রেফতার করে বিশ্বভারতীর বিনয় ভবনের অধ্যাপককে । ধৃত অধ্যাপককে রবিবার বোলপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দের দেয় বোলপুর মহকুমা আদালত। বিশ্বভারতীর বিনয় ভবনের শিক্ষা বিভাগের এক গবেষক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওই অধ্যাপকের বিরুদ্ধে। শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গবেষক ছাত্রী। বিশ্বভারতীর অধ্যাপক রাজর্ষি রায়ের বিরুদ্ধে ৩১ মে শান্তিনিকেতন থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীরই এক গবেষক ছাত্রী। পাশাপাশি অভিযোগ জানানো হয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে। গবেষক ছাত্রীর অভিযোগ পেয়ে তদন্তে নামে শান্তিনিকেতন থানার পুলিশ। শনিবার অধ্যাপক রাজর্ষি রায়কে গ্রেফতার করে পুলিশ ।