দেশ

আহত যাত্রীদের উদ্ধারকাজে রবিবার আরও ২টি স্পেশাল রিলিফ ট্রেন

বালেশ্বর রেল দুর্ঘটনায় রবিবার হাওড়া থেকে আরও দুটি স্পেশাল ট্রেন।ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের নিয়ে শনিবার একাধিক স্পেশাল ট্রেন হাওড়ায় ফিরেছে। ওড়িশার এই রেল দুর্ঘটনায়, শনিবার দুপুর দুটো পর্যন্ত রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী। মৃত্যু -২৮৮, গুরুতর আহত -৫৬ এবং আহত – ৭৪৭এদিকে শনিবার দুপুর থেকে প্রায় ২৪ ঘন্টা অতিক্রান্ত। মৃতের সংখ্যা বেড়েছে বলেই সূত্র মারফত জানা যায়। আহত যাত্রীদের নিয়ে স্পেশাল রিলিফ ট্রেন হাওড়ায় ফেরার আগে রেলের তরফ থেকে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে দেখে গিয়েছে। প্ল্যাটফর্মের ডাক্তার-নার্স ফাস্ট টাইড চিকিৎসার সুবিধা নানা ব্যবস্থা। সেই মুহুর্তে প্ল্যাটফর্মে উপস্থিত থাকতে দেখা গিয়েছে রেলের আধিকারিকদেরও। অন্যদিকে মোতায়েন রাখা হয়েছিল জরুরি অবস্থার গাড়ি, অ্যাম্বুলেন্স সহ আহত যাত্রীদের কথা ভেবে উপযুক্ত ব্যবস্থা। উপযুক্ত সহযোগিতায় রয়েছে হেল্প ডেস্কের ব্যবস্থা। শনিবারের পর রবিবার আরও দুটি স্পেশাল রিলিফ ট্রেনের ব্যবস্থা করায়। হাওড়া থেকে বালেশ্বর এবং বালেশ্বর থেকে হাওড়া। প্রথমটি রবিবার সকাল ১০:৩০ মিনিটে হাওড়া ছাড়ার সময় অন্যটি দুপুর ১.০০ টা। রেল সূত্রে আরও জানা যায়, যদিও ট্রেন দুটি হাওড়ায় ফেরার নির্দিষ্ট সময় এখনও জানা যায়নি। এই স্পেশাল ট্রেন বালেশ্বর থেকে হাওড়া মধ্যবর্তী সমস্ত স্টেশন গুলিতে থামবে বলে জানানো হয়েছে।