দেশ

আজ কেরলে ১৪০টি বিধানসভায় এক দফাতেই ভোট

আজ কেরলে ভোট। রাজ্যের ১৪০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে এক দফায়। ২ কোটি ৭৪ লক্ষ ৪৬ হাজারের বেশি ভোটার রয়েছেন এই রাজ্যে। তাঁদের মধ্যে ১ কোটি ৩২ লক্ষ ৮৩ হাজার ৭২৪ জন পুরুষ এবং ১ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ২৫ জন হলেন মহিলা ভোটার। এছাড়াও ২৯০ জন রয়েছেন রূপান্তরকামী ভোটার। এবার ৯৫৭ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সম্মুখসমরে নেমেছে সিপিআইএমের নেতৃত্বাধীন এলডিএফ ও কংগ্রেস সমর্থিত ইউডিএফ। তবে লড়াইয়ে পিছিয়ে নেই বিজেপিও। বিভিন্ন জনমত সমীক্ষায় কেরলে ফের সিপিএম নেতৃত্বাধীন পিনারাই বিজয়ন সরকার ফিরছে বলে ইঙ্গিত দিয়েছে। তবে ক্ষমতায় ফেরার আশায় রয়েছে কংগ্রেসও। রবিবার প্রচারের শেষ দিন পর্যন্ত কেরলে ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা, বিদ্যুৎমন্ত্রী এম এম মানি এবং শিক্ষামন্ত্রী কে কে জলিলের মতো প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ। তবে এবারের সিপিএমের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন ৩৩ জন বিধায়ক। লড়াইয়ে পিছিয়ে নেই কংগ্রেসও। কেরল বিধানসভার বিধানসভার বিরোধী নেতা রমেশ চেন্নিথালা, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি এবং বর্ষীয়ান নেতা কে মুরলীধরণের মতো নেতারা ফের জিততে মরিয়া চেষ্টা চালিয়েছেন। ‘মেট্রোম্যান’ ই শ্রীধরণকে সামনে রেখে কেরলে বাজিমাত করতে চাইছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেরলে ভোট প্রচারের গিয়ে রাজ্যের উন্নয়নের বার্তা দিয়ে এসেছেন। এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ গেরুয়া শিবিরের একাধিক শীর্ষ নেতারাও প্রচার গিয়েছেন কেরলে। অন্যদিকে পুদুচেরিতেও ৩০টি আসনে ভোট হবে আজ।