জেলা

মেচেদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১৫টি বাড়ি

আজ ভোর সাড়ে ৫টা নাগাদ মেচেদা স্টেশনের কাছে সবজি বাজার সংলগ্ন বস্তিতে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যুও হয়েছে বলে খবর। তাঁরা সম্পর্কে বাবা-মেয়ে। জানা গিয়েছে, আজ ভোরবেলা বস্তির একটি বাড়িতে রান্না হচ্ছিল। সেই সময় কোনওভাবে আগুন লেগে যায় ওই বাড়িটিতে। মুহূর্তের মধ্যে বস্তির বাকি বাড়িগুলিকেও গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা। শীতের সকালে, বস্তির অধিকাংশ বাসিন্দাই সেই সময় ঘুমোচ্ছিলেন। চিৎকার-চেঁচামেচিতে বেশিরভাগ মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। তবে একটি বাড়ির বাসিন্দা গোকুল কর ও তাঁর মেয়ে মল্লিকা কর বেরিয়ে আসতে পারেননি।  ঘরের মধ্যেই দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। খবর পেয়ে অকুস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ভয়াবহ আগুনের করাল গ্রাসে চলে গিয়েছে প্রায় ১৫টিরও বেশি বাড়ি। মুহূর্তে সর্বস্বান্ত হয়েছেন বহু বস্তিবাসী। আগুন নেভানোর পর মেচেদার ওই বস্তিটি কার্যত ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে। দমকল কর্মীরা জানিয়েছে, কী কারণে আগুন লাগল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে রান্না করার জন্য জ্বালানো চ্যালাকাঠ থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান। অগ্নিকাণ্ডের পাশাপাশি বাবা ও মেয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।