অনুষ্ঠান উপলক্ষ্যে গ্রামে খাওয়ার বন্দ্যোবস্ত চলেছিল। সেই কারণে নেমতন্ন খেতে প্রচুর মানুষ পৌঁছন সেখানে। আর তখনই বিপত্তি। খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১৫০ জন। বিষক্রিয়ায় ইতিমধ্যে ১ জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের পাখিরালয় গ্রামে। মৃতের নাম হাফিজা সর্দার। তাঁর বয়স ১১ বছর ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ গ্রামবাসী ও প্রশাসন সুত্রে জানা গিয়েছে গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল ৷ সেখানেই সবাই খাওয়া-দাওয়া করে ৷ তারপর ভোররাত থেকে শুরু হয় শরীর খারাপ। অধিকাংশই শিশু বলে জানা গিয়েছে ৷ সঙ্গে সঙ্গেই অসুস্থদের কয়েকজনকে স্থানীয় ডাক্তারের কাছে আর অধিকাংশ জনকে নিয়ে আসা হয় কুলতুলি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ৷ কুলতুলি ব্লক স্বাস্থ্য আধিকারিক অয়ন্তিকা মন্ডল জানান মোট ১৫০ জন অসুস্থকে নিয়ে আসা হয়েছিল ৷ এরমধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে ৷ ৩০ জনকে পর্যবেক্ষনে রাখা হয়েছে ৷ ৩ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা।