বিদেশ

নেপালে বাস দুর্ঘটনায় মৃত ১৭, আহত ২২

নেপালে এক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৭জন। মৃতদের মধ্যে কয়েকটি শিশু ও মহিলা রয়েছেন। আহত ২২। তারা নিকটবর্তী হাসপাতালে ভর্তি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। মৃত ১৭ জনের মধ্যে ১৩জনের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে। মদুর্ঘটনা ঘটে মঙ্গলবার, সন্ধ্যা ছয়টায় (স্থানীয় সময়)। বাসের যাত্রীরা সকলেই পূণ্যার্থী। তবে মোট যাত্রী কত, তা জানা যায়নি। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ রাজধানী কাঠমাণ্ডু থেকে ৯০ কিলোমিটর দূরে একটি বাস দুর্ঘটনার মুখে পড়ে। প্রাথমিক তদন্তে অনুমান, পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দু্র্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ উদ্ধারকাজে হাত লাগায়। পরে সেখানে পৌঁছয় নেপাল সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতদের উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭জন। তাদের মধ্যে ১৩জনের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনায় হতাহতদের পরিবারে শোকের ছায়া।