জেলা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে লরি, মৃত ২

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে গেল লরি। এই ঘটনায় মৃত্যু হয়েছে লরির চালক ও খালাসির । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চালকের নাম বুদ্ধদেব সেন ও খালাসি অমিত সরকার । তাঁরা বনগাঁর বাসিন্দা । আজ ভোররাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার অশোকনগর রেলগেট এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর রাতে আওয়াজ শুনে স্থানীয়রা রাস্তায় এসে দেখতে পান, যশোর রোডের নয়নজুলিতে একটি লরি পড়ে গিয়েছে । আটকে পড়েছেন গাড়ির চালক ও খালাসি । স্থানীয়রা খবর দেন অশোকনগর থানায় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় মালপত্র নামিয়ে ক্রেন দিয়ে ট্রাকটিকে তুলে চালক ও খালাসির মৃতদেহ উদ্ধার করে ।