জেলা

করোনা আক্রান্ত দুই শিক্ষিকা, আপাতত বন্ধ স্কুল

রাজ্যে খুলেছে স্কুল। কোভিড বিধি মেনেই চলছে পঠন-পাঠন। কিন্তু তার মাঝেই বিপত্তি। ফের স্কুলে করোনা থাবা। জানা গিয়েছে, নোয়াপাড়ার একটি সরকারি স্কুলে করোনায় আক্রান্ত হয়েছেন দু’জন শিক্ষিকা। আর সেই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা স্কুলে। নোয়াপাড়ার রাসবিহারী ইনস্টিটিউশন বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষিকা করোনা আক্রান্ত হয়েছেন। যার জেরে সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। এর আগে বর্ধমানের পূর্বস্থলীতে এক শিক্ষকের করোনায় আক্রান্তের খবরে বন্ধ হয় স্কুল। দুই শিক্ষিকার করোনা আক্রান্তের জন্য গোটা স্কুল স্যানিটাইজ করা হবে বলে জানিয়েছেন, বারাসতের নপাড়ার ১১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তন্নিষ্ঠা খাসনবিশ। তিনি জানিয়েছেন, ‘কমিশনের নির্দেশ মতোই শনিবার ও সোমবার স্কুল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। মঙ্গলবার অর্থাৎ ৭ ডিসেম্বর পুনরায় স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২ ডিসেম্বর রাসবিহারী ইনস্টিটিউশন বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষিকার করোনা আক্রান্ত হওয়ার খবর জানতে পারি। সঙ্গে সঙ্গে বিষয়টি পুরসভার স্বাস্থ্য দফতরে জানাই। তারপর পুরসভার স্বাস্থ্য দফতরের তরফে গতকাল অর্থাৎ ৩ ডিসেম্বর স্কুল স্যানিটাইজ করা হয়।’ আপাতত জীবাণুমুক্ত স্কুল। জানা গিয়েছে, কিছুদিন ধরে ওই দুই শিক্ষিকা জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। আরটি-পিসিআর টেস্ট করাতেই রিপোর্ট পজিটিভ আসে। যার ফলে কোনও ঝুঁকি না নিয়ে স্কুল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্কুলের তরফে, দুই শিক্ষিকার করোনা আক্রান্ত হওয়ার খবর বৃহস্পতিবারই ডিআই অফিসে জানায়। তারপর ডিআই অফিসের তরফে কমিশনে বিষয়টি জানানো হয়। এরপরই শনি ও সোমবার স্কুল বন্ধ রাখার নির্দেশ আসে।

প্রতীকী ছবি।