বিদেশ

বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ, প্লাবিত ১২টি জেলা, জলবন্দি প্রায় ৪০ লক্ষ মানুষ, মৃতের সংখ্যা বেড়ে ২০

বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলি। উজান থেকে নেমে আসা জলে প্লাবিত হয়েছে ১২টি জেলা। জলবন্দি হয়ে পড়েছেন ৪০ লক্ষ মানুষ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। যার মধ্যে রয়েছেন ৭ শিশু ৩ জন বৃদ্ধা মহিলা এবং বাকি সবাই বিভিন্ন বয়সের পুরুষ। বন্যাকবলিত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গোটা বাংলাদেশ। উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন অনেকে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্যাকবলিত মানুষদের জন্য এক কোটি টাকা সহায়তা দেওয়ার। বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জি মিডিয়ার বাংলাদেশ সংবাদদাতাকে জানান, এই অ্যামাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সবসময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি।