বিদেশ

আইস ল্যান্ডের রেইকানেসে ভয়াবহ অগ্ন্যুৎপাত

অগ্ন্যুৎপাত শুরু হল আইসল্যান্ডের রেইকানেস অঞ্চলে ৷ স্থানীয় সময় সোমবার রাতে এই অগ্ন্যুৎপাতে ভূগর্ভস্থ ম্যাগমা বেরিয়ে আসতে থাকে ৷ দেশের সিভিল ডিফেন্স এলাকাবাসীকে সতর্ক করেছে ৷ কয়েক সপ্তাহ আগেই রেইকানেস থেকে হাজার হাজার মানুষকে অন্যত্র সরানো হয়েছে ৷ তারপরে এই অগ্ন্যুৎপাত ৷আইসল্যান্ডের মেটেওরোলজিক্যাল অফিস জানিয়েছে, গ্রিনডাভিক শহর থেকে ৪ কিলোমিটার দূরে এই অগ্ন্যুৎপাত হয়েছে ৷ […]