বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করবেন কিয়ারা আডবাণী

বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল করতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী ৷ তাঁর মুকুটে যোগ হল নয়া পালক ! এ বছরের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে চলেছেন তিনি ৷ উইমেন ইন সিনেমা গালায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার কথা রয়েছে তাঁর ৷ ৭৭তম কান চলচ্চিত্র উৎসব মঙ্গলবার ফ্রান্সে (ভারতে ১৫ মে) শুরু হতে চলেছে । সেখানে এবারে বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় সিনেমা দেখানো হবে এবং বলিউড অভিনেত্রী হিসাবে কিয়ারা সেই উৎসবে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সিদ্ধার্থ ঘরণি রেড সি ফিল্ম ফাউন্ডেশনের উইমেন ইন সিনেমা গালা ডিনারে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন। ভ্যানিটি ফেয়ার কান ফিল্ম ফেস্টিভ্যালের এই অনুষ্ঠানের আয়োজন করবে। সারা বিশ্বের বিনোদন দুনিয়ার ছয়জন নারী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মঞ্চ আলোকিত করবেন৷ এখানে বিনোদন জগতে তাঁদের কৃতিত্বকে সম্মানিত করা হবে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কান চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক সিনেমা এবং চলচ্চিত্র নির্মাণের বিষয়ে চারটি প্যানেলে আলোচনা হবে। এইগুলি 18 মে লা প্লেজ ডেস পালমেসে অনুষ্ঠিত হবে ৷ কিয়ারার রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একটি প্যানেলে অংশ নেওয়ার কথা রয়েছে ৷ কিয়ারার পাশাপাশি রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্যানেলে অভিনেতা আধওয়া ফাহাদ, অভিনেতা ও গায়ক আসিল ওমরান, অভিনেত্রী এবং মডেল সালমা আবু দেফ, অভিনেতা, মডেল এবং গায়িকা সরোচা চাঙ্কিমহা (ফ্রি) এবং পরিচালক ও চিত্রনাট্যকার রামাতা তোলায়েসে যোগ দেবেন । কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম সংস্করণ ২৫ মে পর্যন্ত চলবে । ভারত থেকে শুধু কিয়ারা নন, ঐশ্বর্য রাই বচ্চন, অদিতি রাও হায়দারি এবং শোভিতা ধুলিপালার মতো সেলিব্রিটিদের কান চলচ্চিত্রের রেড কার্পেটে হাঁটতে দেখা যাবে ।