বেআইনি দরগা ভাঙতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ল পুলিশ। দু’পক্ষের সংঘর্ষে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল মহারাষ্ট্রের নাসিক। জখম হয়েছেন ২১ জন পুলিসকর্মী। সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগে ২২ জনকে আটক করেছে পুলিশ। নাসিকের ব্যস্ততম এলাকা কাঠি গাল্লিতে রয়েছে সতপীর বাবার দরগা। পুরসভার জমি দখল করে এই দরগা তৈরি হয়েছে জানিয়ে তা ভাঙার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। মঙ্গলবার বিকেলে আদালতের রায় কার্যকর করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন পুরসভার কর্মী ও পুলিস। মঙ্গলবার পুরসভার ৪০ জন কর্মী চারটি জেসিবি নিয়ে দরগা ভাঙতে কাঠি গাল্লিতে হাজির হন। এছাড়াও তাঁদের সঙ্গে ছিল আটটি ডাম্পার ও সাতটি গাড়ি। ছিল বিশাল পুলিস বাহিনী। ডেপুটি পুলিস কমিশনার কিরণ চবন বলেন, ‘বেআইনি কাঠামো ভাঙতে গেলে অনেকে প্রতিবাদ করেন। দরগার ট্রাস্টি বোর্ডের বেশ কয়েকজন সদস্য তাঁদের নিরস্ত হতে বলেন। তবে তাঁদের আবেদন অগ্রাহ্য করে পুলিসকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে স্থানীয়রা।’ পাথরের আঘাতে জখম হন ২১ জন পুলিশকর্মী। পুলিশের তিনটে গাড়িতেও ভাঙচুর করা হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিস। দুষ্কৃতীদের ব্যবহৃত ৫৭টি মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।


