জেলা

উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলনে ২৪ হাজার কোটি লগ্নির প্রস্তাব

সারা রাজ্যের জন্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলেও উত্তরবঙ্গের জন্য আলাদা করে বাণিজ্য সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারণ উত্তরবঙ্গকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়। সেখান মূলত গুরুত্ব দেওয়া হয় ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র শিল্পের ওপর। বৃহস্পতিবার শিলিগুড়িতে একদিনের উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনের আয়োজক কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (‌সিআইআই)‌ এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (‌আইসিসি)‌–এর উত্তরবঙ্গ ইউনিট। মুখ্যমন্ত্রী যখন পাহাড়ে রয়েছেন, সেই মুহূর্তে শিলিগুড়ির কাওয়াখালির বিশ্ববাংলা শিল্পী হাটে আয়োজিত হল এই বাণিজ্য সম্মেলন। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে এবার ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে। স্বাস্থ্য, কৃষি, রিয়েল এস্টেট, আবাসন, শিল্প, কারখানা, পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ খাতে এই বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। দু’‌বছরের মধ্যেই এই প্রস্তাবের ওপর বেশির ভাগ প্রকল্প সম্পন্ন হবে বলে জানিয়েছেন উদ্যোগপতিরা। মুখ্যসচিবও বলেন, ‘‌আগামী দিনে উত্তরবঙ্গ হবে বড় বিনিয়োগের জায়গা। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেন। আগে আরও দু’‌বার এমন সম্মেলনে থাকার সুযোগ ছিল। এবার এসে দেখছি উন্নয়নের ছবি অনেকটাই বদলে গেছে। ভৌগোলিক অবস্থানগত কারণে আগামী দিনে পর্যটন, স্বাস্থ্য থেকে ছোট শিল্প ও তথ্যপ্রযুক্তি শিল্পে উত্তরবঙ্গ বড় জায়গা করে নেবে।’‌ পাশাপাশি উদ্যোগপতিরা আগামী দিনে কোন ব্যবসায় কত টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন, সেই প্রস্তাবও পেশ করেন। তাতেই একদিনে ২৪ হাজার কোটি টাকা লগ্নির প্রস্তাব আসে। এর মধ্যে মালদায় জৈন গ্রুপে ২৬৬ কোটি টাকার ইথানল কারখানা করার প্রস্তাব এসেছে। গাজোলে এই ইথা‌‌নল প্রকল্পে সরাসরি এক হাজার মানুষের কর্মসংস্থান হবে। একই ভাবে আলিপুরদুয়ারের এথেলবাড়িতে ১০০ কোটি টাকার ইথানল প্রকল্পের প্রস্তাব দেন জগদীশকুমার মাদিয়া। জলপাইগুড়ি জেলাতেও ২৫০ কোটি টাকার ইথালন প্রকল্প তৈরি করবে মিত্তল গ্রুপ। স্বাস্থ্য খাতে শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকা ও ক্যান্সার হাসপাতাল দু’‌বছরের মধ্যে ২৩০ কোটি টাকা খরচ করার প্রস্তাব দেয়। পাশাপাশি হোপ অ্যান্ড হিল ১০০ কোটির লগ্নি করবে। কোচবিহারে কৃষি খাতে ২১ কোটি, রাইস মিলের জন্য ১২ কোটি। কালিম্পঙে হোটেল শিল্পে ১০৫ কোটি। জৈন গ্রুপ ১৩০ কোটি, হর্টিকালচারাল খাতে ২০ কোটি, জলপাইগুড়িতে কাওয়াসাকি ২০ কোটির ইউনিট করবে। কালিম্পঙে হবে অর্কিড পার্ক। উত্তরবঙ্গের তিন জেলার জন্য সিটি গ্যাস সংযোগ হবে। সম্মেলনে প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগপতিদের সর্বতোভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেন, ‘‌রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে উত্তরবঙ্গে শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ করেছে। আগামী দিনে যাতে এখানে শিল্পক্ষেত্রে আরও উন্নয়ন হয়, তার জন্য সহযোগিতা করা হবে।’‌