দেশ

ভোটের মুখে হিমাচলে ২৬ জন কংগ্রেস নেতা যোগ দিলেন বিজেপিতে

ভোটের মুখে হিমাচলে ২৬ জন কংগ্রেস নেতার যোগ দিলেন বিজেপিতে। এই যোগদানের তালিকায় রাজ্যস্তর থেকে জেলাস্তর, সব রকমের মানুষই রয়েছেন। হিমাচলে প্রথম দফার ভোট ১২ নভেম্বর। তার ঠিক কয়েক দিন আগেই মুল প্রতিপক্ষ কংগ্রেসকে বেকায়দায় ফেলে দিল বিজেপি। হাত শিবির থেকে ২৬ জন গেরুয়া শিবিরে না লেখালেন। সোমবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ও অন্যান্য বিজেপি নেতাদের উপস্থিতিতে এই ২৬ জন নেতা দলবদল করেন। যাঁরা দলবদল করলেন তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, সম্পাদক, জেলার সহ-সভাপতি, প্রাক্তন কাউন্সিলর সহ অন্যান্য পদাধিকারীরা। যদিও তালিকায় সেভাবে নামজাদা কোনও নাম নেই, তবু একসঙ্গে এতজনের চোটের মুখে দলত্যাগে নিশ্চিত ভাবেই বেকায়দায় পড়ল কংগ্রেস। বিজেপিও এই দলত্যাগকে বড় করে তুলে ধরেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য বিজেপির প্রথমসারির সব নেতাই এই দলত্যাগে উপস্থিত ছিলেন।