বিদেশ

উগান্ডার স্কুলে হামলা চালিয়ে পড়ুয়া সহ ২৬ জনকে পুড়িয়ে মারল জঙ্গিরা

ফের একবার জঙ্গিদের ভয়াবহ নৃশংসতার সাক্ষী থাকল পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর এমপন্ডাউইয়ের স্কুলে হামলা চালিয়ে ২৬ জনকে পুড়িয়ে মারল কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেসের জঙ্গিরা। গুরুতর জখম হয়েছেন আরও আটজন।পাশাপাশি ছয়জনকে অপহরণ করা হয়েছে।  আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। হামলাকারীদের ধরতে ইতিমধ্যেই বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার রাত এগারোটা নাগাদ কঙ্গো-উগান্ডা সীমান্ত লাগোয়া শহর এমপন্ডাউইয়ের লুবিরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় আইএসের সঙ্গে যুক্ত কুখ্যাত সন্ত্রাসী সংগঠন অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস-এর জঙ্গিরা। স্কুলের ছাত্রাবাসে অগ্নিসংযোগ করার পাশাপাশি খাদ্য মজুত করে রাখা গুদামে হামলা চালায়। ছয় জনকে আপহরণ করে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় হামলাকারীরা। ভয়াবহ আগুনের খবর শুনেই ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের।শনিবার সকালের আগুন নিয়ন্ত্রণে আনার পরে ভস্মীভূত হওয়া ছাত্রাবাস থেকে ২৬ জনের পুড়ে কার্যত ছাই হয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি আটজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। উগান্ডার সেনাবাহিনীর মুখপাত্র মেজর বিলাল কাটামবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া স্কুলের ছাত্রাবাসের ধ্বংসস্তুপ থেকে আরও মৃতদেহ মিলতে পারে। স্কুলে হামলা চালানোর পরে জঙ্গিরা বীরুনগা জাতীয উদ্যানের দিকে পালিয়ে গিয়েছে। নৃশংস হামলায় নিহতদের কতজন পড়ুয়া তা অবস্য স্পষ্ট করে জানাতে পারেননি সেনা মুখপাত্র।