দেশ

ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো-র পর এবার এল ‘গ্রিন ফাঙ্গাস’

 করোনামুক্তির পরেও দেহে থাবা বসাচ্ছিল ব্ল্যাক ফাঙ্গাস। শুধু ব্ল্যাক, হোয়াইট বা ইয়েলো ফাঙ্গাস নয়, এবার হানা দিচ্ছে ‘গ্রিন ফাঙ্গাস’।  সম্প্রতি মধ্যপ্রদেশের ইনদওরে করোনা আক্রান্ত এক ব্যক্তির দেহে থাবা বসিয়েছিল সবুজ ছত্রাক। এবার পঞ্জাবেও ‘গ্রিন ফাঙ্গাস’-এ আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। সূত্রের খবর, করোনামুক্তির পরেই পঞ্জাবের ওই ব্যক্তির শরীরে থাবা বসায় গ্রিন ফাঙ্গাস। আপাতত তাঁর চিকিৎসা চলছে। এর আগেও পঞ্জাবে এক কোভিডরোগীর শরীরে গ্রিন ফাঙ্গাসের উপসর্গ দেখা গিয়েছিল। কিন্তু এই রোগী ‘গ্রিন ফাঙ্গাস’-এ আক্রান্ত তা নিশ্চিত করেছেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কী করোনা মুক্তির পরেও সংকট কাটছে পুরো পুরি?

এক্ষেত্রে গ্রিন ফাঙ্গাস আক্রান্ত-রা শ্বাসকষ্টে ভুগতে পারেন। আসতে পারে জ্বর। নাক দিয়ে রক্ত পড়তে পারে, সঙ্গে থাকতে পারে সর্দি, কাশির মতো উপসর্গ।যাঁরা ফুসফুসের সংক্রমণে ভুগেছেন, যাঁদের কেমো চলছে বা যাঁরা শারীরিকভাবে দুর্বল , তাঁদের উপর এই ছত্রাক আক্রমণ করতে পারে সহজে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এই গ্রিন ফাঙ্গাস’ আটকানোর অন্যতম উপায়। হাত বারবার ভালো করে ধোয়া, মাস্ক পরা, এই নিয়মগুলি মেনে চলতে হবে। করোনামুক্তির পরেই মদ, সিগারেট আসক্তি নয়। নিয়মিত করতে হবে স্নান।