জেলা

দমকলকর্মীর বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩ সিইএসসি কর্মী

ঘূর্ণিঝড়ের জেরে বিদ্যুত্‍হীন ছিল এলাকা। সিইএসসি কর্মীরা আশ্বাস দিয়েছিলেন লাইনে বিদ্যুত্‍ নেই। সেই ভরসায় হাইটেনশন তারের উপর পড়ে থাকা গাছ সরিয়ে এলাকার মানুষকে আলো দিতে ঝাঁপিয়ে পড়েছিলেন দমকলকর্মী সুকান্ত সিংহরায়। সেই তারেই বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই দমকলকর্মীর। লিলুয়ার তারাচাঁদ গাঙ্গুলি স্ট্রিটের এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েছিলেন, এই অপরাধে যুক্তদের গ্রেপ্তার করতেই হবে। সেইমতো গ্রেপ্তার করা হল তিন সিইএসসি কর্মীকে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির মামলা রুজু হয়েছে। ধৃতরা সিইএসসি’র বালি শাখার কর্মী। মৃত দমকলকর্মী সুকান্ত সিংহরায় বালি ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।