জেলা

সাত সকালে শ্রীরামপুরে টোটাকে পিষে দিল লরি, মৃত চালক সহ ৩, আহত ১

বৃহস্পতিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোড এলাকায়। একটি টোটো গাড়িকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি লরি। মুহুর্তের মধ্যে লরিটি পিষে দেয় টোটো সমেত যাত্রীদের। ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩। গুরুতর আহত এক মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনায় দিল্লি রোড অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকে উত্তেজিত জনতা।  শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল টোটোটি। পিছন থেকে একটি লরি সজোরে গিয়ে ধাক্কা মারে। ধাক্কা মেরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে পিষে দেয়। উত্তেজিত জনতা ঘাতক লরি-সহ আরও বেশ কয়েকটি লরিতে ভাঙচুর চালায়। দিল্লি রোড অবরুদ্ধ হয়ে পরে। পুলিশ গেলে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা। বেপরোয়া লরি চালানোর ফলে এই দূর্ঘটনা বলে অভিযোগ। টোটোয় থাকা এক যাত্রীকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি মৃতদেহ গাড়িতে তুলে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির মধ্যে ছিলেন চালক সমেত মোট পাঁচজন। সেখানে ছিলেন এক চিকিৎসক ঋষিকেশ সিং ও তাঁর গোটা পরিবার। চিকিৎসক শ্রীরামপুর বঙ্গিহাটির ভূষণ স্টিলের চিকিৎসক। পরিবার সমেত টোটো ধরে কোন্নগরের দিকে যাচ্ছিলেন। কোন্নগর ১০ নম্বর ওয়ার্ডে তাঁদের বাড়ি। সঙ্গে ছিল স্ত্রী লক্ষী সিং ও দুই মেয়ে, ঋতিকা সিং ও নিধি সিং। টোটো চালক শেখ হাসমত আলি। ঘটনার পর পুলিশ তিনজনের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করেছে।