জেলা

মুর্শিদাবাদে গঙ্গায় ভেসে উঠল ৩টি মৃতদেহ

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার উত্তর চাচণ্ড গ্রামে গঙ্গায় বৃহস্পতিবার দুপুরে ৩টি কঙ্কালসার মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় এলাকাবাসীদের অনেকের বক্তব্য, করোনার কারণে মৃত যে সমস্ত ব্যক্তির দেহ কবরে পুঁতে দেওয়া হয়েছিল সেগুলি ভেসে এসেছে এই গ্রামে। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। কঙ্কালসার মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। এই মৃতদেহগুলি ভাসতে দেখতে পেয়ে অনেকের উত্তরপ্রদেশে গঙ্গা নদীতে মৃতদেহ ভাসতে দেখবার কথা মনে পড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে প্রথমে এলাকাবাসীরা উত্তর চাচণ্ড গ্রামে গঙ্গার ধারে একটি মৃতদেহ দেখতে পান। তার কিছুক্ষণ পরেই এলাকাবাসীরা ওই এলাকাতেই আরও দুটি মৃতদেহ গঙ্গা নদীতে ভাসতে দেখেন। সুলতান আহমেদ নামে স্থানীয় এক গ্রামবাসী বলেন, ‘গত কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টিতে গঙ্গা নদীর জলস্তর বাড়ছে। একই সাথে গঙ্গা নদীর পাড় ভাঙন শুরু হয়েছে এলাকাতে। আমাদের ধারণা স্থানীয় কোন কবরস্থানে যে মৃতদেহগুলি কবর দেওয়া হয়েছিল এলাকায় নদী ভাঙনের কারণে সেই দেহগুলি কবর থেকে বার হয়ে গঙ্গাতে গিয়ে মিশেছে এবং আজ সেগুলি ভেসে গ্রামে পৌঁছেছে।’