কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের আগে ফের অশান্তি ছড়িয়ে পড়ল মণিপুরে। সোমবার থেকে মণিপুরে তিনদিনের সফরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। উত্তর পূর্বের রাজ্যে শান্তি ফেরাতে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে অমিত শাহের। সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে মণিপুরে দাঙ্গা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনের আবহে শনিবার রাত থেকে সে রাজ্যে কাংপোকপি, চুরাচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এবং সশস্ত্র দুষ্কৃতীদের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। যদিও সরকারিভাবে এই ঘটনার কথা জানানো না হলেও বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, সশস্ত্র দুষ্কৃতীরা পাহাড়ে এবং উপত্যকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনা এবং আসাম রাইফেলসের তরফে হিংসা দমনে শনিবার জোরালো অভিযান শুরু করেছে। তার মাঝে এই অশান্তির ঘটনা আরও বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের কারণে আহত এবং মৃত্যুর সম্ভাবনা রয়েছে। মানবাধিকার কর্মী বিনালক্ষ্মী নেপ্রাম জানিয়েছেন, তিনি মণিপুরের সুগনু, সেরৌ , নাপাট খুন এবং তাংজিং এলাকা থেকে মানুষ সাহায্যের আবেদন জানিয়ে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি জানান, ওই এলাকাগুলিতে শনিবার রাত ২টো নাগাদ বেশকিছু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফেসবুকে বিনালক্ষ্মী নেপ্রাম লিখেছেন, ‘আমরা কর্তৃপক্ষকে তদন্ত করার জন্য অনুরোধ করছি এবং তাণ্ডব বন্ধ করতে এবং প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে অনুরোধ করছি।’ অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দিয়ে যাদের রাজ্যে নিয়ে আসা হয়েছিল সেই আধা সামরিক বাহিনীর তিন জওয়ানের বিরুদ্ধেই একটি মাংসের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকালই অভিযুক্ত ৩ জওয়ানকে আটক করেছে পুলিশ। আটক তিন আধা সেনা জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে।