দেশ

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ার মাছল সেক্টরে টহল দেওয়ার সময় খাদে পড়ে ৩ জওয়ানের মৃত্যু

টহল দেওয়ার সময় খাদে পড়ে মৃত্যু হল ভারতীয় সেনার ৩ জওয়ানের। ঘটনাটি ঘটেছে, আজ, বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ার মাছল সেক্টরে। মৃতদের প্রত্যেকেই ভারতীয় সেনার ডোগরা রেজিমেন্টের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। পায়ের নীচে থাকা বরফের আস্তরণ আচমকা সরে যাওয়ায় তাঁরা খাদে পড়ে যান বলে অনুমান। মৃতদের মধ্যে ১ জন জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন বলে খবর। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে।