পুজোর জন্য গঙ্গায় জল নিতে এসে সলিল সমাধি দুই কিশোরের। তাদের বাঁচাতে গিয়ে আরও একজনের মৃত্যুর আশঙ্কা স্থানীয় মানুষদের। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া বাবুঘাটে। নিখোঁজ দুই কিশোর যীশু গাইন ও রণিত পাল। স্থানীয় সূত্রে খবর, ডানকুনির চণ্ডিমাতার পুজোর জন্য গঙ্গার জল নিতে উত্তরপাড়ায় এসেছিলেন অনেক ভক্ত। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ পুজো কমিটির কিছু সদস্য উত্তরপাড়ার বাবুঘাটে জল নিতে আসে। জল নেওয়ার আগে স্নান করতে নামে অনেকেই। সে সময় হঠাৎই জোয়ার চলে আসায় তলিয়ে যায় দুজন। তাদের বাঁচাতে গিয়ে আরও একজন তলিয়ে যায়। উত্তরপাড়া থানার পুলিশ খবর দেয় বিপর্যয় মোকাবিলা দফতরে। শনিবার সকাল থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নিয়ে বাবুঘাট ও তার সংলগ্ন বিভিন্ন ঘাটে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করে। এখনও পর্যন্ত কারও খোঁজ পাওয়া যায়নি। এর আগেও উত্তরপাড়া শহরের বিভিন্ন ঘাটে এরকম দুর্ঘটনা ঘটেছে। মহালয়ার দিন কয়েকজন তলিয়ে গিয়েছিলেন।