Posted onAuthorবঙ্গনিউজComments Off on শ্রীনগরে ধৃত পুলিশের উপর হামলায় যুক্ত ৩ জঙ্গি
গত সপ্তাহে পুলিশের উপর হামলা চালিয়ে একজন আধিকারিককে জখম করেছিল জঙ্গিরা। রবিবার জম্মু ও কাশ্মীরের ডিজিপি আর আর সাইন জানান, ওই হামলার ঘটনায় যুক্ত তিন জঙ্গিকে শ্রীনগর থেকে গ্রেফতার করা হয়েছে।