দেশ

হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে মৃত ৩০ বছরের যুবক, গ্রেফতার ৪

চুল প্রতিস্থাপন করতে গিয়ে প্রাণ হারালেন বছর তিরিশের এক যুবক। সূত্রের খবর, দিল্লির এক চিকিৎসাকেন্দ্রে চুল প্রতিস্থাপন করতে গিয়েই সমস্যার সূত্রপাত। মৃত আথার রসিদ দিল্লির বাসিন্দা। তাঁর পরিবারের অভিযোগ, যে চিকিৎসাকেন্দ্র থেকে আথার চুল প্রতিস্থাপন করাতে গিয়েছিলেন, সেখানে উপযুক্ত পরিকাঠামো ছিল না। পাশাপাশি, চিকিৎসা পদ্ধতিতেও গলদ ছিল বলে জানিয়েছেন তাঁরা। রশিদের মা, আশিয়া বেগম জানিয়েছেন, গত বছর হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর পরেই রশিদ সেপসিসে আক্রান্ত হন। মাথা ফুলে যায় এবং সেই ফোলাভাব ছড়িয়ে পড়তে থাকে। রশিদ প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। সংবাদকর্মীদের কাছে কান্নায় ভেঙে পড়ে রশিদের মা বলেন, ‘আমার ছেলে খুব যন্ত্রণা সহ্য করে মারা গিয়েছে। ওর কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল। বাকি অঙ্গও বিকল হয়ে গিয়েছিল।’ তিনি কিছু ফটোও দেখান রশিদের। দেখা যায়, রশিদের সারা মুখ ফুলে গিয়েছে। সারা শরীরে ফুটে উঠেছে কালো র‌্যাশ। রশিদের পরিবার থানায় অভিযোগও করেন। চারজন ব্যক্তি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন রশিদের। এদের মধ্যে দু’জন ছিলেন পুরুষ। প্রত্যেককেই পুলিশ ইতিমধ্যেই আটক করেছে। আদালতে শুনানির জন্য অপেক্ষা করছে তারা। ‘আমার সন্তান অসহ্য যন্ত্রণা পেয়ে তিলে তিলে মারা গিয়েছে।’