দেশ

গুজরাতে ফের ক্ষমতায় আসছে বিজেপি, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

গুজরাতে এক্সিট পোলের বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা পোল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত দুটি এক্সিট পোল সামনে এসেছে। তিনটি এক্সিট পোলেই দেখা যাচ্ছে বিজেপি ফের ক্ষমতায় আসতে চলেছে। ১৮২ আসনের গুজরাত বিধানসভার ম্যাজিক ফিগার ৯২। টিভি নাইন এর বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে গুজরাত বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার পার করতে চলেছে বিজেপি। তাদের হাতে আসতে পারে ১২৫ থেকে ১৩০টি আসন। কংগ্রেস জিততে পারে ৪০-৫০টি আসন। আপের হাতে আসতে পারে ৩-৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৭টি আসন। জন কী বাতের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১১৭টি থেকে ১৪০টি আসন। কংগ্রেস পেতে পারে ৩৪-৫১টি আসন। আপের হাতে আসতে পারে ৬-১৩টি আসন। অন্যান্যরা পেতে পারে ১-২টি আসন। P-MARQ- এর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি পেতে পারে ১২৮-১৪৮টি আসন। কংগ্রেস পেতে পারে ৩০-৪২টি আসন। আপ পেতে পারে ২ থেকে ১০টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ টি আসন। আগামী ৮ তারিখ গুজরাত এবং হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে।