দেশ

জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ৩৬, আহত ১৯

জম্মু-কাশ্মীরের ডোডা জেলার ত্রুনগাল-আসারের কাছে বাতোতে-কিস্তওয়ার জাতীয় সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসটি সোজা খাদে পড়ে যায়। প্রশাসন সূত্রে খবর, প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে গিয়েছে ওই যাত্রীবাহী বাসটি। যার ফলে কমপক্ষে মৃত্যু হয়েছে ৩৬ জনের। জখম ১৯। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সূত্রের খবর, ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবরে গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফ্টেন্যান্ট গভর্নর মনোজ সিং। তিনি শোকবার্তায় জানিয়েছেন, ‘ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসন এবং অন্যান্যদের নির্দেশ দেওয়া হয়েছে।’ শোকপ্রকাশ করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে।