দেশ

কেরালায় নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬

কেরালায় ফের নিপা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলল। কোঝিকোড়ের বাসিন্দা এক জনের শরীরে নিপা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে সে রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হল ছয়। জানা গেছে এবার আক্রান্ত হয়েছেন ৩৯ বছরের এক ব্যক্তি। কোঝিকোড়ের ওই বাসিন্দা এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালেই নিপা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা চলছিল। সেখান থেকেই ওই ব্যক্তির শরীরে সংক্রমণ ঢুকেছে বলে মত চিকিৎসকদের। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, ৩৯ বছরের এক ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষার নমুনা পজিটিভ এসেছে। ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিপা ভাইরাসের বাংলাদেশ ভ্যারিয়েন্টই কোঝিকোড়ে আতঙ্ক ছড়াচ্ছে। যেখানে মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে এই ভাইরাস। গত বৃহস্পতিবারই কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালের ২৪ বছরের স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হন। শুক্রবার ধরা পড়ল আর এক জন। এই মুহূর্তে কেরলের একাধিক হাসপাতালে ১৩ জন ভর্তি রয়েছেন। যাদের নিপা ভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে। তবে তাদের সবাই আক্রান্ত নন। ইতিমধ্যে এই রাজ্যে নিপা ভাইরাস দু’‌জনের প্রাণ কেড়েছে।