কলকাতা

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার ছক! গ্রেফতার ৪

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়তে পারে জনতা এমন একটা জল্পনা ছড়িয়েছিল বিভিন্ন মহলে। অনেকটা বাংলাদেশের স্টাইল। আর তা নিয়ে পুলিশের কাছে নির্দিষ্ট কিছু তথ্য ছিল। আর সেই তথ্যের ভিত্তিতে পুলিশ প্রেমিক প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে। তাদের জেরা করা হচ্ছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভাঙচুর চালানোর ছক কষে ছিল ! একটা হোয়াটস অ্যাপ গ্রুপে একটা বার্তা পাঠানো হয়েছিল বলে খবর। আর সেখানেই বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে ভাঙচুর করা হবে। অর্থাৎ নবান্ন অভিযানের সময় যখন গোটা কলকাতা জুড়ে অশান্তি ছড়াবে সেই সুযোগ মুখ্য়মন্ত্রীর কালীঘাটের বাড়িতে হামলার ছক কষা হয়েছিল বলে অভিযোগ। এই অভিযোগে প্রেমিক যুগলকে গ্রেফতার করা হল ৷ কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ওই প্রেমিক যুগল-সহ মোট ৪জন । তাঁদের গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ । ধৃতদের নাম অরিজিৎ দে ও স্বাগত বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি বর্ষা ঘোষ ও কৃষ্ণা ঘোষ নামে দুই মহিলাকেও গ্রেফতার করা হয়েছে । প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই বর্ষা আবার শুভমের বান্ধবী । লালবাজার সূত্রের খবর, নবান্ন অভিযানের দিন একটি অডিয়ো ভাইরাল হয় । সেখানে স্পষ্ট বান্ধবীর সঙ্গে কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলা চালানোর ছক কষা হয় । অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে ফোনের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে, সেটি বাঁশদ্রোণী থানার আওতাধীন । এরপরই গতকাল গভীর রাতে পুলিশ তাঁদেরকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে । আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের যে ঘটনা ঘটেছে, তার বিচারের দাবিতে সরাসরি মানুষ রাস্তায় নেমেছে । শহর-রাজ্য পেরিয়ে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ ৷ প্রত্যেকেই চাইছেন যাতে প্রকৃত দোষীরা ধরা পড়ে । ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সামলাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এর মধ্যেই গত 27 তারিখ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় । আর সেই সময় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কানে আসে একটি ভাইরাল হওয়া অডিয়ো । লালবাজার সূত্রের খবর, সেই অডিয়োতেই এক যুবকের তাঁর প্রেমিকার সঙ্গে কথোপকথন চলছিল বলে দাবি করেছে পুলিশ । খুব সম্ভবত তাঁরা চুপিসাড়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে সেখানে দেদার ভাঙচুর চালিয়ে নিজেদের প্রতিবাদ জানাবেন বলে পরিকল্পনা করছিলেন । এই প্রকারের তথ্য সামনে আসার পরেই তড়িঘড়ি ময়দানে নামে কলকাতা পুলিশ । গ্রেফতার করা হয় অভিযুক্তদের ৷ লালবাজার সূত্রের খবর, আরজিকর হাসপাতালের বিচার চেয়ে বিভিন্ন মাধ্যমে অপ্রীতিকর বিবরণ এবং ছবি ব্যবহার করা হচ্ছে । এর বিরুদ্ধে বিভিন্ন আইনি পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ ।